ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

আশা করি হামলাকারীরা আইনের আওতায় আসবে: ইনু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আশা করি হামলাকারীরা শিগগিরই আইনের আওতায় আসবে।

রোববার (২৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের উপর হামলার ব্যাপারে আমি যে উদ্যোগ নিয়েছি, সেই ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে নেওয়া হয়নি। আজ অফিস খুললো। এই বন্ধের মধ্যে আমার তদবির অব্যাহত রেখেছি। আশা করি হামলাকারীরা আইনের আওতায় আসবে ও সাজা পাবে।

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিষয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা বলছেন সরকারপক্ষ নাকি আদালতের উপর প্রভাব বিস্তার করছে। প্রধানমন্ত্রীসহ ২১ আগস্টের ক্ষতিগ্রস্ত যারা আছেন তারা যে খুনিদের সর্বোচ্চ সাজা চাইছেন সেটা আদালতের হস্তক্ষেপ করার শামিল নয়। যেমন একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও বিচারের দাবিতে জনগণ আগের দিন পর্যন্ত সোচ্চার ছিল, এই সোচ্চার থাকা বাদীপক্ষের একটি গণতান্ত্রিক অধিকার, সেটা আদালতের উপর হস্তক্ষেপ নয়।

খালেদা জিয়ার সমালোচনা করে ইনু বলেন, আমি বারবার বলি বিএনপি যাই বলুক না কেন খালেদা জিয়া গণতন্ত্রের মাতা নন, খালেদা জিয়া হচ্ছেন জঙ্গি ও রাজাকারতন্ত্রের আসল মাতা।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি